সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে জগতলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতর উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলায় জগতলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় জগতলা যুব সমাজের উদ্যোগে জগতলা মাদ্রাসার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এনজিও কর্মী গোলাম সরোয়র বাচ্চু, যিনি প্রধান অতিথি ছিলেন।

এবং অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, সনজিত সরকার, আবুল হাশেম, শিক্ষক আমিনুল ইসলাম, এবং আনিসুর রহমান।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত সিক্স এ সাইড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট ৮টি দল। অংশগ্রহণকারী দলগুলো হলো: এস এস ভিআইপি, জগতলা রয়েল স্টার ক্লাব, জগতলা ইয়াং স্টার ক্লাব, ইয়ং বয়েজ ক্রিকেট ক্লাব, জগতলা রয়েলস, বাংলা টাইগার, কিশোর টাইগার্স, এবং রুহী সোহান ক্রিকেট একাদশ।

প্রথম পর্বের খেলার পর চারটি দল সেমিফাইনালে পৌঁছায়। সেখান থেকে বিজয়ী হয়ে ফাইনালে জায়গা করে নেয় জগতলা রয়েল স্টার ক্লাব এবং জগতলা ইয়াং স্টার ক্লাব।

ফাইনালে জগতলা রয়েল স্টার ক্লাব ৬ উইকেটে জগতলা ইয়াং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জগতলা রয়েল স্টারের রাসেল, এবং ম্যান অব দ্যা সিরিজ হন জগতলা ইয়াং স্টারের সাদ্দাম।

খেলা শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটির উপস্থাপনা এবং সার্বিক ব্যবস্থাপনা করেন নাজিম উদ্দীন এবং বাবুল আকতার।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন