প্রবাস
লিবিয়ার মিসরাতা শহরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে ২৩ জন অপহৃত বাংলাদেশী উদ্ধার করা হয়েছে।
লিবিয়ায় ২৩ জন অপহৃত বাংলাদেশী উদ্ধার, গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লিবিয়ার মিসরাতা শহরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে ২৩ জন অপহৃত বাংলাদেশী উদ্ধার করা হয়েছে।
এই অভিযানের ফলস্বরূপ, অপহরণে জড়িত দুই ব্যক্তিকেও আটক করা হয়েছে। গতকাল রাত ১২টার কিছুক্ষণ আগে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস এই তথ্য প্রকাশ করে।
দূতাবাস জানায়, সিআইডি আল-গিরান থানায় কয়েকজন বিদেশিকে অপহরণের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে, যেখানে অত্যাচারের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হচ্ছিল। এভাবে অপহৃত ২৩ জন বাংলাদেশীকে উদ্ধার করে এবং আসামিদের আল-গিরান থানায় হস্তান্তর করে প্রশাসন।
বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং উদ্ধার হওয়া বাংলাদেশিদের যথাযথ আইনি সহায়তা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা উল্লেখ করে।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর