সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালী ট্রলারডুবিতে নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলা শেষে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জামাল শরীফের (২৫) মৃতদেহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে পাতাবুনিয়া সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে।

স্থানীয়দের জানান, ঈদ উদযাপনের জন্য একদল যুবক পার্শ্ববর্তী উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলা খেলতে যান। খেলা শেষে বাড়ি ফেরার জন্য ট্রলারে চড়লে মাঝনদীতে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই তীরে পৌঁছাতে পারলেও জামাল শরীফ নিখোঁজ হন। স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করেন, তবে নদীর স্রোত এবং গভীরতা, পাশাপাশি রাতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে আজ সকালে উদ্ধার কাজ পুনরায় শুরু হলে সকাল ৭টার দিকে জামালের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম জানান, ট্রলার ডুবির খবর পাওয়া মাত্র স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে উদ্ধার কাজে যোগ দেন।

গলাচিপা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সৌরভ বালা জানান, জামাল শরীফের মৃতদেহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন