সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ৬

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। 

যাত্রীবাহী একটি বাস এবং দুটি হাইয়েস মাইক্রোবাসের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষটি ঘটে।  আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আজ বুধবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং এক শিশু রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী দুটি হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

আহতদের মধ্যে অন্তত ছয়জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন বলে পুলিশ জানিয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সোমবার একই এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটেছিল, যেখানে পাঁচজন নিহত হয়েছিল। আজকের দুর্ঘটনাটি ওই একই স্থানে ঘটে, এবং এতে সাতজন প্রাণ হারিয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাটি নিশ্চিত হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় নিশ্চিত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন