সর্বশেষ

বিনোদন

পাইরেসির হাত থেকে বাঁচলো না 'বরবাদ' 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতরের দিন মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পর থেকে সিনেমাটি দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছে।

তবে মুক্তির পরই সিনেমাটি পাইরেসির শিকার হওয়ার অভিযোগ উঠেছে।


মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এ বিষয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। এরপর পরিচালক মেহেদি হাসান ও প্রযোজক শাহরিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে যান, যাতে পাইরেসি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

পরিচালক মেহেদি হাসান জানিয়েছেন, বর্তমানে সিনেমাটি দেশের ১২০টি হলে প্রদর্শিত হচ্ছে। তবে কোন হল থেকে পাইরেসি হয়েছে, তা তারা এখনও নিশ্চিত হতে পারেননি।

প্রযোজক শাহরিন আক্তার বলেন, সিনেমার পাইরেসি প্রতিরোধের জন্য মুক্তির আগে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া ফুটেজগুলো নামিয়ে ফেলেছে। তবে হল থেকে যারা কপি করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। এছাড়া আরও আছেন, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত এবং নুসরাত জাহান।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন