বাহুবলে রাতে টর্চলাইট জ্বালিয়ে ১২ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৩:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় নারী সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মাইকে ঘোষণা দিয়ে এবং রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ শুরু হয়, যা ১২টি গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে, এবং গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
ঘটনাটি মঙ্গলবার (০১ এপ্রিল) রাত ৭টা থেকে শুরু হয়। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, সংঘর্ষের সূত্রপাত হয় বাহুবল উপজেলার চারগাও গ্রামের এক যুবক ও বানিয়াগাও গ্রামের অপর যুবকের মধ্যে নারী সংক্রান্ত বিষয়ে বিরোধের কারণে।
এ ঘটনার পর মাইকে ঘোষণা দিয়ে চারগাও গ্রাম ও বানিয়াগাও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে বানিয়াগাও গ্রামের সঙ্গে আশপাশের ৮ গ্রামের লোকজনও অংশ নেয়। সংঘর্ষটি রাতে হওয়ায় টর্চলাইটের আলোতে তারা একে অপরকে আক্রমণ করে।
পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও রাত ৮টা পর্যন্ত সংঘর্ষ চলছিল, এবং বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম জানিয়েছেন যে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
১১৬ বার পড়া হয়েছে