জাতীয়
দেশের দুই অঞ্চলে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় এবং বজ্রবৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের দুই বিভাগে ঝড় এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের দুই অঞ্চলে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় এবং বজ্রবৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (০১ এপ্রিল) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কর্তৃক স্বাক্ষরিত, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রাপ্ত ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। পাশাপাশি সেখানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।
এই পরিস্থিতিতে ওইসব এলাকার জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
এদিন, সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং সম্ভবত বজ্রপাত অথবা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর