ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈদের ছুটি শেষ হওয়ার পর রাজধানী ঢাকা থেকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। একইসঙ্গে, সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচলও শুরু হয়ে গেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ট্রেনের সেবা পুনরায় চালু হয়।
ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে, এ কথা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের অন্যান্য দিনগুলোতে মেট্রোরেল স্বাভাবিক সময়ে চলবে।
এদিকে, একটি আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পূর্বে সকল ট্রেনের ডে-অফ বাতিল করা হবে এবং ঈদের পরে তা পুনরায় কার্যকর হবে।
ঢাকা রেলওয়ে স্টেশনে তথ্য অনুসন্ধান করে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
অন্যদিকে, মেট্রোরেলের প্রথম ট্রিপ উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের দিকে যাত্রা করে, এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় আবার উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়।
১২৭ বার পড়া হয়েছে