সর্বশেষ

জাতীয়

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ আবারও ত্রাণ পাঠাল মিয়ানমারে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমারে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ দ্বিতীয় দফায় জরুরি ত্রাণ এবং ওষুধ সহায়তা পাঠিয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমান দিয়ে এসব সহায়তা পাঠানো হয়।

এই ত্রাণ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও মেডিকেল দল অংশগ্রহণ করেছে। মোট ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক এবং ৩৭ জন বিমান ক্রু সদস্য এই অভিযানে কাজ করছেন। তাঁরা নিজেদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় রসদ (খাদ্য, স্বাস্থ্যসেবা সরঞ্জাম, যোগাযোগ ব্যবস্থা, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়ে গেছেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার, ২.৫ টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ১.৫ টন ত্রাণ তাবু। এর আগে, রোববার বাংলাদেশ প্রথম দফায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে একই ধরনের ত্রাণ পাঠিয়েছিল, যা ছিল খাদ্য, ওষুধ, তাবু এবং মেডিকেল টিমের সমন্বয়ে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাগাইং শহরের ১৬ কিলোমিটার দূরে, যা রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ভূমিকম্পটির তীব্রতা প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও অনুভূত হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন