জাতীয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঈদের আনন্দকে ভাগাভাগি করার উদ্দেশ্যে একটি ঈদ শোভাযাত্রা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ১২:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঈদের আনন্দকে ভাগাভাগি করার উদ্দেশ্যে একটি ঈদ শোভাযাত্রা করা হয়েছে।
এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, শিক্ষক, ছাত্র এবং কর্মচারীরা।
সোমবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রথম জামাতের নামাজ শেষে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি টিএসসি এলাকা প্রদক্ষিণ করে কলা ভবনের সামনে এসে শেষ হয়। জগন্নাথ হলের পক্ষ থেকে শিক্ষক এবং কর্মচারীরা আলাদাভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এছাড়া, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদেরও শোভাযাত্রায় উপস্থিত দেখা যায়। শোভাযাত্রার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খান বলেন, মানুষ এবার ভয়হীন পরিবেশে ঈদ উদযাপন করায় শোভাযাত্রার আয়োজন সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন থেকে সকল ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান পালনে সহযোগিতা করতে প্রস্তুত।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর