ধামরাইয়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে যুবদলের সভাপতি মুরাদ

রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে মাটি কাটায় আধিপত্ত বিস্তারের জের ধরে দূর্বৃত্তের উপর্যপরি কুপের আঘাতে নিহত বিএনপি নেতা আবুল কাশেম এর পরিবারের ঈদ পূর্ববর্তী সাক্ষাৎ করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
শনিবার (২৯মার্চ) রাত সাড়ে ১০ঘটিকায় ঈদ উপহার নিয়ে হঠাৎ করেই নিহত বিএনপি নেতা আবুল কাশেম এর বাড়িতে যান ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌছিয়ে দেন মুরাদ।
এর আগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় দুর্বৃত্তরা আবুল কাশেমকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ জানান, নিহত আবুল কাশেম গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে বিএনপির রাজনীতিতে অনন্য ভূমিকা পালন করেছেন।
নিহত আবুল কাশেমের মৃত্যুতে বিএনপিরর পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুরাদ আরো জানান, এই পরিবারের দায়িত্ব তারেক রহমানের। যারা শহীদ জিয়ার আদর্শে জীবন অতিবাহিত করেছে তাদের পরিবারের পাশে তারেক রহমানের সহযোগিতা সবসময় থাকবে। এছাড়াও তার (আবুল কাশেমের) স্ত্রী, সন্তানসহ পরিবারের সকল সদস্য অগ্রধীকার পাবে বলেও আশ্বাস দেন মুরাদ।
নিহত আবুল কাশেম ধামরাই উপজেলার জালসা এলাকার মৃত রইছ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
এসময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ এর সঙ্গে ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাবু সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদসহ আরো অনেকে।
২৩৫ বার পড়া হয়েছে