সর্বশেষ

সারাদেশ

সড়ক দুর্ঘটনার কারণে যমুনা সেতু এলাকায় ১৩ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনা, গাড়ি বিকল এবং অতিরিক্ত যানবাহনের কারণে যমুনা সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছিল।

এই যানজট শনিবার (২৯ মার্চ) মধ্যরাত থেকে শুরু হয়।

রোববার (৩০ মার্চ) মধ্যরাত থেকে যানজট শুরু হলে তা সকাল সাড়ে ৭টার দিকে স্বাভাবিক হয়ে আসে।

এছাড়া, অতিরিক্ত গাড়ির চাপ মোকাবিলা করতে শনিবার রাতে ও রোববার সকালে যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে সেতু কর্তৃপক্ষ একযোগে চার লেন দিয়ে উত্তরগামী যানবাহন চলাচল শুরু করে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল জানান, রাতে সেতুর ওপর তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং দুটি গাড়ি বিকল হয়ে পড়ে। এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে, যার ফলে যানজট তৈরি হয়।

যানজট নিরসনে, রাত ও সকালে দুটি দফায় ঢাকাগামী যানবাহন সিরাজগঞ্জ প্রান্তে আটকে রেখে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হয়। এর ফলে সকাল সাড়ে ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

পুলিশ জানিয়েছে, সেতুর ওপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগায় মহাসড়কে যানজট তৈরি হয়, তবে পুলিশ দ্রুত কাজ করে যানজট কমাতে সক্ষম হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন