ধামরাইয়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে যুবদল সভাপতি

শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে মাটি কাটার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত বিএনপি নেতা আবুল কাশেমের পরিবারকে ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা জানাতে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ তাঁর বাড়িতে যান।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঈদ উপহার নিয়ে হঠাৎ করে নিহত আবুল কাশেমের বাড়িতে উপস্থিত হন মুরাদ। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে সামগ্রী পৌঁছান।
এদিকে, গত বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় দুর্বৃত্তরা আবুল কাশেমকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ জানান, আবুল কাশেম গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করে মুরাদ বলেন, এই পরিবার সবসময় তারেক রহমানের পাশে থাকবে। তিনি আরো বলেন, যারা শহীদ জিয়ার আদর্শে জীবন কাটিয়েছেন, তাদের পরিবারের দায়িত্ব তারেক রহমান নিবে এবং তাদের সহযোগিতা করবে।
আবুল কাশেম ধামরাই উপজেলার জালসা এলাকার মৃত রইছ উদ্দিন মাস্টারের পুত্র। তিনি গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
এ সময় মুরাদ এর সঙ্গে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাবু সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদসহ আরো অনেকেই।
১২১ বার পড়া হয়েছে