সর্বশেষ

সারাদেশ

আশাশুনিতে স্বামীর শাসনে স্ত্রীর আত্নহত্যা, প্রেমিকের আত্নহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর বকাঝকা সইতে পারল না মনিরা খাতুন (২৪) নামে এক গৃহবধূ।

প্রেমিকের সঙ্গে ঈদ শপিং করতে যাওয়ার অপরাধে আত্মহত্যা করেছে তিনি। এ ঘটনাটি ঘটে শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে।

জানা যায়, মনিরা খাতুন ও তার প্রেমিক শাহ আলম (২২) সন্ধ্যায় বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে যান। কিন্তু রাতে বাড়িতে ফিরে এসে স্বামী এবং শ্বাশুড়ির কাছে কেনাকাটার বিষয়ে প্রশ্ন উঠলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় গভীর রাতে সবাইকে অজ্ঞান করে মনিরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এদিকে, মনিরার মৃত্যু সংবাদ শুনে প্রেমিক শাহ আলম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তার পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা নাজুক হওয়ায় সাতক্ষীরার সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তার জীবন সংকটাপন্ন।

মনিরার স্বামী আল-আমিন জানান, তিনি তার স্ত্রীর প্রেমের সম্পর্ক সম্পর্কে আগে থেকেই জানতেন। ঈদ শপিংয়ের পর স্ত্রী মনিরা বাড়ি ফিরলে এই ভিন্ন ঘটনা ঘটে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মনিরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন