সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতুতে ১ দিনে ৩৯ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৪ কোটি টাকা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতু দিয়ে এক দিনে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পার হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন সেতু পারাপার হয় এবং এর মাধ্যমে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে।


এর আগে গত বছরের ৯ এপ্রিল এক দিনে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। ২০২৩ সালের ১৪ জুন এবং ১৫ জুনও যথাক্রমে ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা ও ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। ২০২৩ সালে সর্বোচ্চ টোল আদায়ের পরিমাণ ছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় আদায় হওয়া টোল পদ্মা সেতু চালু হওয়ার পর এযাবৎকালের পঞ্চম সর্বোচ্চ বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে এবং এ প্রান্ত থেকে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৮০টি গাড়ি পদ্মা সেতু পার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের অতিরিক্ত চাপের কারণে গতকাল পদ্মা সেতুর টোল আদায়ের পরিমাণ পঞ্চম সর্বোচ্চ হয়েছে। টোল আদায়ের পরিমাণ থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে, মানুষ এখন পদ্মা সেতু ব্যবহার করে বাড়ি যাওয়ার ক্ষেত্রে আরও বেশি সুবিধা অনুভব করছেন। চলতি পথে যাত্রীরা সমস্যা ছাড়াই বাড়ি ফিরে যেতে সক্ষম হচ্ছেন। দেশে সব পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে বাড়ি ফেরত মানুষের চাপ আরও বাড়তে পারে, তবে আশা করা যায়, এ পথ ব্যবহারে মানুষের ভোগান্তি কম হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন