সর্বশেষ

সারাদেশ

সন্ত্রাসী নেতাদের লাল কার্ড দেখিয়ে না বলেন: হাসানুল ইসলাম 

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা-৩ আসনের স্থানীয় বিএনপির নেতারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলবাজির বিরুদ্ধে সতর্ক করেছেন।

বিশেষত, জিয়া সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুল ইসলাম রাজা উল্লেখ করেছেন যে, এই ধরনের নেতাদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা উচিত। তিনি বলেন, ‘‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসী কখনোই চাটমোহরের উন্নতি করতে পারেন না, তাই আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও ভাল নেতাদের বেছে নিতে হবে।’’ তিনি সকলের কাছে অনুরোধ করেছেন, যেন লেখনীর মাধ্যমে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার (২৮ মার্চ) পাবনার চাটমোহর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

হাসানুল ইসলাম রাজা আরও বলেন, ‘‘বাংলাদেশে নানা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এবং এসব চক্রান্ত মোকাবিলায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একত্রিত না হলে আমাদের বড় মূল্য চোকাতে হতে পারে।’’

এ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, চাটমোহর উপজেলা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি সুশান্ত রায়, চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, চাটমোহর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন মোল্লাসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

শেষে, খালেদা জিয়ার সুস্থতা ও বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাটমোহর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়াল হক সিন্টু ও বিএনপি নেতা জহুরুল ইসলাম।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন