সর্বশেষ

জাতীয়

ড. ইউনূস ও সি চিন'র দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল : প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি ২৮ মার্চ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে প্রেস সচিব উল্লেখ করেছেন যে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সি চিন পিংয়ের মধ্যে যে বৈঠক হয়েছে, তা ছিল অত্যন্ত সফল এবং ফলপ্রসূ। বৈঠকে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সরকারের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি করার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তর করতে উৎসাহিত করবেন। এছাড়া, বৈঠকে বাংলাদেশ কর্তৃক উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন পানিসম্পদ ব্যবস্থাপনা এবং চীনা ঋণের সুদের হার হ্রাসের প্রস্তাবগুলি চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে, বেইজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে, ২৯ মার্চ প্রধান উপদেষ্টা দেশে ফিরে আসবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার ২৬ মার্চ, অধ্যাপক ইউনূস চীনে চার দিনের সফরে যান। তার সঙ্গে সফর সঙ্গীরা ছিল। তাঁরা সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চীনের হাইনান প্রদেশের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন