সর্বশেষ

রাজনীতি

৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় সৃষ্ট নৃশংসতা এবং আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুনের বিচারসহ সকল মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ মে (শনিবার) ঢাকায় একটি বিশাল সমাবেশ আয়োজন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এই বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক।

তিনি জানান, ৩ মে ঢাকার মহাসমাবেশের পর আগামী জুন মাসে দেশব্যাপী সব জেলা ও মহানগরের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কনভেনশনও অনুষ্ঠিত হবে।

এছাড়া, গত শুক্রবার বিকালে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় খাস কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী ও প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী প্রমুখ।

এসময় সভায় জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করা হয়। এছাড়া, ফ্যাসিস্ট হাসিনা ও তার দলকে দেশের মাটিতে ১৬ বছর মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী করে এদেশে ক্ষমতা ধরে রাখতে সন্ত্রাস ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তোলা হয়।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন