সর্বশেষ

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপে বেরিয়ে আছে মায়ের হাত, দেখেই চিনে নিলেন ছেলে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে শুধুমাত্র একটি হাত বেরিয়ে এসেছে, বাকি শরীর চাপা পড়ে আছে। হাতের কবজির ওই টুকরা দেখে তার ছেলে চিনতে পারেন মাকে।

মায়ের নিথর হাতটি মুঠো করে ধরে চোখের জল ফেলেন তিনি।

অনলাইনে প্রকাশিত এই ভিডিওটি মিয়ানমারের। গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এশিয়ার এই দেশটিতে তীব্র ভূকম্পন অনুভূত হয়। ফলে বহু ভবন ও স্থাপনা ধসে পড়ে। দেশের জান্তা সরকার জানিয়েছে, এ পর্যন্ত ১ হাজার ৬০০- এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভিডিওতে দেখা যায়, মায়ের হাত ধরে কাঁদতে থাকা ব্যক্তি বলতে থাকেন, ‘মা, আমি আপনার ছেলে, আমি আপনার জন্য দোয়া করছি।’

পরে মায়ের কথা বলার মতো করে তিনি বলেন, ‘দয়া করে আমার জন্য চিন্তা করবেন না। আমি কোথাও যাব না যেখানে আপনি চান না। আমি কোনোরকম বোকামি করব না। আমি সুস্থ থাকব, দয়া করে আমার ব্যাপারে নিশ্চিন্তে থাকুন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তি নিজেকে রাজধানী নেপিডোর বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু ভিডিওটি কোন স্থানে ধারণ করা হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন