কিছু ব্যাংক সীমিত সময়ের জন্য খোলা আজও

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে আজ (শুক্রবার) কিছু ব্যাংক সীমিত সময়ের জন্য খোলা থাকবে।
এ ব্যাংকগুলো হলো: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২৭ মার্চ) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদুল ফিতরের আগে তাদের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন, এজন্য নির্দিষ্ট ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখাগুলো শুক্রবার খোলা থাকবে। এই শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খোলা থাকবে।
এ সময়ের মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদা বিরতি থাকবে। ব্যাংকের ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ ভাতা পাবেন, এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের জন্য টানা ৯ দিনের ছুটির কারণে ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, তাই শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।
১২৩ বার পড়া হয়েছে