জাতীয়
ঈদের খুশি পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকাবাসী এখন রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনাল যেন ঘরমুখী মানুষের পদচারণায় গমগম করছে।
ঢাকা ছাড়ছে মানুষ, ফাঁকা হতে শুরু করেছে জনবহুল রাজধানী

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈদের খুশি পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকাবাসী এখন রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনাল যেন ঘরমুখী মানুষের পদচারণায় গমগম করছে।
এই বছরের রোজার ঈদে সরকারি ছুটি ৯ দিন থাকবে। তার সঙ্গে যোগ হবে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, যার ফলে মোট ছুটি হবে টানা ১১ দিন। বৃহস্পতিবার অফিস শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকেই। শুক্রবার (২৮ মার্চ) সকালেও সেই একই তাড়াহুড়া দেখা গেছে। এর ফলে ঢাকার ব্যস্ত রাস্তা ফাঁকা হতে শুরু করেছে। এই দিনে শহরের সড়কগুলোতে গাড়ির সংখ্যা ছিল কম, বাজারে ছিল মানুষের ভিড় কম এবং সড়কগুলোতে তেমন যানজট ছিল না। দোকানপাট ও মার্কেটগুলোতেও পূর্বের মতো ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে না।
২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ৩০ মার্চ রবিবার থেকে ঈদের ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল রোববার থেকে আবার সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলবে।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর