রাজধানীতে ফ্লাওয়ার্স বাংলাদেশ ঈদ আনন্দ উৎসব

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ১২:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীতে ফ্লাওয়ার্স বাংলাদেশ এবারও শতাধিক শিশুর জন্য ঈদ উৎসবের আয়োজন করেছে। সমাজের দুর্বল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গত ১৭ বছর ধরে তারা এই নান্দনিক উদ্যোগ পরিচালনা করছে।
এবারের ঈদের উপলক্ষে, ছোট ছোট বন্ধুদের জন্য নতুন জামা, সেমাই, চিনি, পোলার চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, মেইল কাটার, মেহেদী এবং বিভিন্ন রকমের চকলেট উপহার হিসেবে বিতরণ করা হয়।
ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু বলেন, সংগঠনের সদস্যরা তাদের নিজেদের ঈদের ব্যয়ের একটি অংশ স্বেচ্ছায় এই শিশুদের জন্য ব্যয় করেন।
ফ্লাওয়ার্স বাংলাদেশের এই উদ্যোগের পাশাপাশি, তারা শিক্ষাবৃত্তি প্রদান, ব্লাড ক্যাম্পিং, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক বিরোধী জনসচেতনতা কার্যক্রম, বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ, এবং সামাজিক উন্নয়ন সম্পর্কিত আরও নানা কাজ করে থাকে।
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত। এমন উষ্ণ ভালোবাসার হাত সমাজের প্রতিটি শিশুর জীবনে ছড়িয়ে পড়ুক, যাতে করে তাদের সবাই আনন্দে ভরে ওঠে।
১৩০ বার পড়া হয়েছে