সর্বশেষ

খেলা

তামিম হাসপাতালেই আছেন, ঈদের আগেই বাসায় ফেরার আশা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তামিম ইকবাল হার্ট অ্যাটাকের পর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ঈদের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন।

তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তামিম ধূমপানে অভ্যস্ত এবং এটি তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই তাকে ধূমপান থেকে বিরত থাকতে বলা হয়েছে। তিনি বলেছেন, ‘বর্তমানে তার চিকিৎসার পরবর্তী ধাপ হবে রিহ্যাবিলিটেশন, যাতে তার ঝুঁকিগুলো কমানো যায়। তামিম ধূমপায়ী, তাকে ধূমপান ছেড়ে দিতে হবে। এছাড়া ওবেসিটি নিয়ন্ত্রণেও মনোযোগ দিতে হবে। ধীরে ধীরে পরিস্থিতি ভালো হবে।’

ডাক্তার আরও জানিয়েছেন, তামিম ভেপ ব্যবহার করার কথা বলেছিলেন, তবে তাকে তাও নিতে নিষেধ করা হয়েছে। তিনি বললেন, ‘তামিম প্রথমে বলেছিল, সে ধূমপান ছাড়তে পারবে না, কিন্তু পরবর্তীতে সে ভেপ নেওয়ার কথা বলেছিল। আমি তাকে জানালাম, ভেপেও ক্যান্সারের ঝুঁকি রয়েছে, তাই এটি গ্রহণ করা যাবে না। পরে সে বুঝতে পেরেছে এবং এখন নিকোটিন প্যাচ বা গাম ব্যবহার করার প্রস্তাব গ্রহণ করেছে।’

এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদও সংবাদ সম্মেলনে বলেন, তামিম এখন ভালো আছেন এবং দ্রুতই বাসায় ফিরে যাবেন। তিনি জানিয়েছেন, ‘তামিম সুস্থ আছেন, খাওয়া-দাওয়া ঠিকমতো করছেন। আজকের পর তাকে সিসিইউ থেকে রুমে স্থানান্তর করা হবে এবং এক বা দুই দিনের জন্য সেখানে পর্যবেক্ষণে রাখা হবে। এরপরই তিনি বাসায় চলে যেতে পারবেন।’

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন