সর্বশেষ

খেলা

মিথ্যা সাক্ষ্য দেওয়ায় গ্রেফতার ম্যারাডোনার সাবেক দেহরক্ষী

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মঙ্গলবার, আর্জেন্টিনার প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক দেহরক্ষীকে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত আটজনের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস আইরেসের সান ইসিদরো আদালতে।

ম্যারাডোনা, যিনি কোকেন ও মদ্যপানে আসক্ত ছিলেন, ২০২০ সালের ২৫ নভেম্বর মস্তিষ্কে অস্ত্রোপচারের দু সপ্তাহ পর মৃত্যুবরণ করেন। তাঁর জীবনের শেষ সময়গুলো কাটছিল বুয়েনস আইরেসের একটি ভাড়া বাড়িতে।

মঙ্গলবার কৌঁসুলির অফিসের নির্দেশে সান ইসিদরো ফৌজদারি আদালত তদন্ত করার জন্য ম্যারাডোনার সাবেক দেহরক্ষী, হুলিও সিজার কোরেয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ তুলেছিল। এর পর তাকে গ্রেফতার করা হয় এবং পুলিশের হেফাজতে নেওয়া হয়।

হুলিও সিজার, যিনি ম্যারাডোনাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি যথেষ্ট চিকিৎসাসেবা দেননি। আদালতে তাঁর সাক্ষ্য অনুযায়ী, তিনি দেখেছিলেন নার্স গিসেলা মাদ্রিদ ও মনোবিদ অগাস্তিনা কোসাচভ ম্যারাডোনাকে সিপিআর দিচ্ছেন। কিন্তু সরকারি পক্ষের কৌঁসুলি প্যাট্রিসিও ফেরারি সতর্ক করেন যে, সাক্ষীর জবানবন্দিতে গরমিল রয়েছে।

ম্যারাডোনার শেষ চার বছর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন নিউরোসার্জন লিওপোল্ড লুকু, যিনি ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করেছিলেন। গত মঙ্গলবার আদালতে ম্যারাডোনার মেয়ে, জানা, সাক্ষ্য দেন এবং জানান, লুকু ও হুলিও সিজার তাঁকে তাঁর বাবাকে 'হোম হসপিটালাইজেশন' করার পরামর্শ দিয়েছিলেন, যদিও ক্লিনিক কর্তৃপক্ষ হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছিল।

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিউরোসার্জন, মনোবিদ, মেডিকেল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক ও অন্যান্য সংশ্লিষ্টরা। এই মামলায় প্রায় ১২০ জন সাক্ষ্য দেবেন এবং বিচার কার্যক্রম চলতে পারে জুলাই পর্যন্ত।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন