সর্বশেষ

রাজনীতি

ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে: রিজভী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট ও যথাযথ নির্দেশনা ছিল না।

তিনি বলেন, কথার সাথে কাজের সামঞ্জস্য থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা বলা হলেও সেটি কীভাবে মার্চ বা জুনে চলে গেল, এমন প্রশ্ন তুলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, স্বাধীনতার মূলনীতি ছিল গণতন্ত্র, তবে স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে। তারা সবসময় মিথ্যা ও ভাঁওতাবাজির মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার কথা ও কাজের মধ্যে কোনো মিল ছিল না। তিনি জনগণের ক্ষমতা দখল করে নিজের মালিকানা প্রতিষ্ঠিত করেছিলেন। ব্যাংক-বিমা লুটের পাশাপাশি বড় বড় প্রকল্পের আড়ালে তিনি ও তার পরিবার বিপুল পরিমাণ অর্থ লুট করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন।

এসময় রিজভী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানান।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন