সর্বশেষ

জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা: কর্নেল মো. মাহবুব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং স্ট্রাইকিং মোবাইল ফোর্স কাজ করবে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, “কিছুদিন পরেই ঈদুল ফিতর। এ উপলক্ষে র‍্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। প্রথম স্তরে, বাসস্ট্যান্ড ও জনবহুল শপিং সেন্টারগুলোতে ২৪ ঘণ্টা পেট্রোল টহল চলছে। দ্বিতীয় স্তরে, ছিনতাই, অজ্ঞানপার্টি ও মলমপার্টির মতো চক্রের বিরুদ্ধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৃতীয় স্তরে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং মোবাইল ফোর্স নিয়োজিত থাকবে। কোনো অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় বা চাঁদাবাজি চিহ্নিত হলে এই ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।”

সাধারণ জনগণের প্রতি দুটি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনারা যখন ঈদের ছুটিতে বাড়ি যাবেন, তখন বাসস্থান সুরক্ষিত রাখার ব্যবস্থা করবেন। এছাড়া, যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারও সঙ্গে বেশি ঘনিষ্ঠতা তৈরি বা তাদের দেওয়া কিছু খাওয়া থেকে বিরত থাকুন, যাতে মলমপার্টি বা অজ্ঞানপার্টির ফাঁদে পড়ার ঝুঁকি কমে।”

ঢাকায় ফাঁকা সময়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, “ঈদের আগে আমাদের নিরাপত্তা ব্যবস্থা বাসস্ট্যান্ড ও বিপণিবিতানকেন্দ্রিক। তবে ঈদের সময় ঢাকার জনসংখ্যা কমে গেলে আবাসিক এলাকাগুলোতে টহল বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং থাকব।”

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন