বাড়িতে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র সচিব

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এবার ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটিতে ঢাকায় বাসা-বাড়িতে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দীর্ঘ এই ছুটিতে রাজধানীতে অবস্থান করা মানুষের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে নাসিমুল গনি বলেন, "যাদের গাড়ি রয়েছে, তারা সহজেই যাতায়াত করতে পারবেন। আর যারা বাসায় থাকবেন, তারা নিশ্চিন্ত থাকুন। ইনশাআল্লাহ, সবাই নিরাপদ থাকবেন।"
তিনি আরও বলেন, "৯৯৯ জরুরি সেবা খুবই কার্যকর। আমি নিজেও রাত ১টার দিকে পরীক্ষা করে দেখেছি। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেছে। আগে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এতোটা সক্রিয় ছিল না, তবে এখন তাদের কার্যক্রম অনেক সচল হয়েছে। তারা নিরলস চেষ্টা করছে এবং তা অব্যাহত থাকবে।"
পুলিশ সদস্যদের ছুটি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, "পুলিশের কোনো ছুটি নেই। তারা ২৪ ঘণ্টা ডিউটিতে থাকবে। ঢাকায় বসবাসরত ও যাত্রাপথে থাকা মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় পরিবহন মালিক সমিতি ও বাস মালিক সমিতির সহায়তায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।"
নাসিমুল গনি আরও বলেন, "আমরা আল্লাহর রহমতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না বলে আশা করছি। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সতর্ক থাকবে। মহান আল্লাহ যেন আমাদের দেশ ও জাতিকে যেকোনো বিপদ থেকে রক্ষা করেন।"
মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, "হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। যাত্রাপথে বাড়তি নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা এ কার্যক্রম সরাসরি অনুভব করতে পারবেন।"
এভাবে তিনি ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেন।
১২৬ বার পড়া হয়েছে