সর্বশেষ

জাতীয়

ঈদের দিনে সম্ভাব্য আবহাওয়া জানিয়েছেন আবহাওয়াবিদেরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ অথবা ১ এপ্রিল। তবে চাঁদ দেখার উপর এই সিদ্ধান্ত নেয়া হবে। তাই ঈদের সম্ভাব্য তারিখে আবহাওয়া কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন আবহাওয়াবিদেরা।

চলতি মাসে একবার তাপপ্রবাহের অভিজ্ঞতা হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এরপর গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা হতে শুরু করে এবং রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টি হয়। সিলেট ও এর আশপাশের এলাকায় বেশি বৃষ্টি হয়। এর ফলে তাপমাত্রা কিছুটা কমলেও, গত সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার দেশের অন্তত সাত জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, যা আজও অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদেরা মনে করছেন, এই তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও দুই দিন থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ৩১ মার্চ বা ১ এপ্রিল যেদিনই ঈদ হোক না কেন, বর্তমান তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। আরেক আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের মতে, চলমান তাপপ্রবাহ শনিবারের পর কমে আসতে পারে। এর ফলে ঈদের দিন অসহনীয় গরম হওয়ার সম্ভাবনা কম।

এলাকাভেদে তাপমাত্রার তারতম্য হতে পারে। তবে ঈদের দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের তপ্ত বায়ুর প্রবাহের কারণে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়, তবে এটি দুই দিন অব্যাহত থাকতে হয়।

এদিকে, ঈদের দিন চট্টগ্রাম বিভাগের দক্ষিণ-পূর্বাঞ্চলের দু-এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেন্ট মার্টিন ও কক্সবাজার এলাকায় এই বৃষ্টি হতে পারে, তবে এর পরিমাণ খুব সামান্য হবে। আবুল কালাম মল্লিকের মতে, সামান্য বৃষ্টি হলেও দেশের আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে এবং তাপমাত্রাও খুব অসহনীয় হয়ে উঠবে না।
 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন