সেহরী নিয়ে ছিন্নমূল মানুষের পাশে গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র রমজান মাসে ইফতারি বিতরণের প্রচলন অনেক জায়গায় দেখা যায়, তবে মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন ওঠে, ওই অসহায় মানুষগুলো সেহরিতে কী খাচ্ছে বা খেতে পারছে কি না?
এই বিষয়টি নিয়ে সচেতনতা কম থাকলেও, গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। তারা প্রতি রাতেই গাইবান্ধা শহরের স্টেশন প্লাটফর্মে এবং আশেপাশে বসবাসরত ছিন্নমূল ও অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেহরির খাবারের প্যাকেট এবং পানির বোতল। এই মানবিক কার্যক্রমটি পুরো রমজান মাসব্যাপী চলবে।
জানা গেছে, রোজার দশম দিনে শুরু হওয়া এই উদ্যোগে প্রতিদিন রাতের বেলা গাইবান্ধা শহরের স্টেশন প্লাটফর্মে ও আশেপাশে বসবাসরত ভাসমান এবং দারিদ্র্য মানুষদের মাঝে সেহরি বিতরণ করা হচ্ছে। সাংগঠনের সদস্যরা প্রতিদিন শতাধিক মানুষের জন্য রান্না করা খাবার পৌঁছে দেন। সাধারণত রমজান মাসে ছিন্নমূল মানুষের জন্য ইফতারি বিতরণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেহরির খাবার নিয়ে তাদের অনেকেই কষ্টে থাকেন। সেহরির এই খাদ্য সহায়তার মাধ্যমে অনেকেই তাদের ক্ষুধা মেটাচ্ছেন।
গত রাতে যেমন সেহরির প্যাকেট বিতরণ করা হয়েছে, ঠিক তেমনি এই উদ্যোগে অংশগ্রহণ করেন গাইবান্ধা জেলা বি-এনপির সহসভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি নুরে আলম জাহাঙ্গীর, গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবুল কায়ছার সরকার প্লাবন, সৈয়দ মুশফিকুর রহমান রুমন, মাহিদুল ইসলাম মাহী, মশিউর রহমান মিঠু, নাজিম আহাম্মেদ রানা সহ অন্যান্য ব্যক্তিরা।
এ বিষয়ে সাধারণ সম্পাদক কায়ছার প্লাবন বলেন, “অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করেই এই উদ্যোগটি শুরু করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
১৩৫ বার পড়া হয়েছে