ধানমন্ডিতে র্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ৪

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ধানমন্ডির একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, যেখানে র্যাবের পোশাক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাত্রদের পরিচয় ব্যবহার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে অলঙ্কার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাড়িতে। ডাকাত দল প্রায় ২৫ লাখ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বুধবার (২৬ মার্চ) এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৬ মার্চ ভোরে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাড়িতে ২০-২৫ জনের একটি ডাকাত দল অভিযান চালায়। তাদের মধ্যে ১০ জন র্যাবের পোশাক পরিহিত ছিল। বাসার মালিক ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
এ সময় পাশে একটি ভবনে কাজ করা শ্রমিকদের সহযোগিতায় পুলিশ চারজন ডাকাতকে গ্রেপ্তার করে। তবে বাকিরা পালিয়ে যায়। এই অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
এম এ হান্নান আজাদ ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পলাতক ডাকাতদের শনাক্ত করতে কাজ চলছে। ভবনটির তৃতীয় ও চতুর্থ তলার একটি অফিস থেকে ২০-২৫ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা, আর বাসা থেকে এক-দেড় লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার লুট করেছে।
পুলিশ জানিয়েছে, পলাতক ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে।
১৪৩ বার পড়া হয়েছে