সর্বশেষ

জাতীয়

বায়তুল মোকাররম মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি ৩০ মার্চ সভায় বসে ঈদের তারিখ নির্ধারণ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল (সোম বা মঙ্গলবার) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বুধবার (২৬ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এ জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এতে ইমাম থাকবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বিরের দায়িত্বে থাকবেন প্রধান খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। এ জামাতে মুকাব্বির হিসেবে থাকবেন মো. আব্দুল হাদী।

সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন খাদেম মো. আলাউদ্দীন।

পঞ্চম ও শেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতির দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

ইমামদের কেউ অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. জাকির হোসেন দায়িত্ব পালন করবেন।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন