সর্বশেষ

জাতীয়

মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত ১২ জনের ফেরতের আবেদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া অন্তত ১২ জন ব্যক্তি সনদ ফেরত দেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

এদের মধ্যে একজন সরকারি চাকরি থেকে অবসর নেয়া ব্যক্তিও রয়েছেন। তাঁদের কেউ কেউ আবেদনে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং উল্লেখ করেছেন যে তারা “লজ্জিত”।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনকারীদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না, কারণ এতে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সনদ ফেরত দেওয়ার আহ্বান
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম গত ১১ ডিসেম্বর এক অনুষ্ঠানে আহ্বান জানিয়েছিলেন, মুক্তিযোদ্ধা না হয়েও যাঁরা সনদ নিয়েছেন, তাঁরা যেন সেগুলো স্বেচ্ছায় ফেরত দেন। তিনি একে জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে উল্লেখ করেন এবং জানান, এটি কোনো সাধারণ অপরাধ নয়।

ফারুক ই আজম আরও বলেন, যারা স্বেচ্ছায় সনদ ফেরত দেবেন, তাঁদের সাধারণ ক্ষমা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায়, তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনকারীদের বক্তব্য
সনদ ফেরত দেওয়ার আবেদনকারীদের একজন লিখেছেন, “আমি মুক্তিযোদ্ধা না হয়েও প্রলোভনে পড়ে সনদ নিয়ে সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করেছি। এ অনৈতিক কাজের জন্য আমি লজ্জিত এবং সনদ ফেরত দিতে চাই।”

তদন্ত ও যাচাই কার্যক্রম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মিথ্যা তথ্য দিয়ে সনদ নেওয়ার অভিযোগে অতীতে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সনদ বাতিল করা হয়েছিল। এছাড়া, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া প্রায় ৯০ হাজার কর্মকর্তার তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। এর মধ্যে ৪০ হাজারের বেশি আবেদনের যাচাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয় বলছে, যাচাই-বাছাইয়ে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি করে চাকরি পাওয়া অনেকের ক্ষেত্রে তথ্য সত্য নয়। এসব প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উদ্যোগ অব্যাহত
মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, সনদ ফেরত দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে সনদ ফেরত দিলে তাঁদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে না। তবে যারা এ সুযোগ গ্রহণ করবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন