সর্বশেষ

জাতীয়

জাতীয় দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো এক বার্তায় বলেন, “ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক গভীর ও বহুমুখী, যা বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের পারস্পরিক সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘অ্যাক্ট ইস্ট’ নীতির পাশাপাশি সাগর (SAGAR) মতবাদ এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির মূল অংশ হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হয়। ভারত বাংলাদেশের অগ্রগতিকে গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ হিসেবে দেখতে চায়।”

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় বলেন, “বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস এবং আত্মত্যাগের একটি উজ্জ্বল প্রতিফলন, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।”

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের দিশা দেখিয়ে আসছে। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক আজ বহু ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং এটি উভয় দেশের জনগণের জন্য বাস্তব উপকার বয়ে এনেছে। আমরা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন