প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ার : উপদেষ্টা রিজওয়ানা

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে ঐকমত্যে পৌঁছানো ছাড়া কোনো বিকল্প নেই।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, "গতানুগতিক কিছু চ্যালেঞ্জ সব সময়ই থাকে। তবে বর্তমানে বিভিন্ন সংস্কার নিয়ে ঐকমত্য গড়ে তোলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এটাকে চ্যালেঞ্জ বলুন বা না বলুন, এটি একটি ইতিবাচক ধাপ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা।"
তিনি আরও বলেন, "সম্প্রতি ঘটে যাওয়া বর্বর হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচারের দাবিতে মানুষের যে প্রত্যাশা, তা পূরণের চেষ্টা করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সময়ের মধ্যে হলেও আমরা যদি কিছু বিচারের রায় জনগণের সামনে আনতে পারি, তবে তাদের মধ্যে আস্থা ফিরে আসবে। এতে প্রমাণ হবে যে বর্বরতার বিচার হচ্ছে।"
তিনি জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, "প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। এই ভিন্নতাগুলো কমিয়ে এনে একটি ঐক্যের জায়গায় পৌঁছানো সময়সাপেক্ষ, তবে অত্যন্ত জরুরি।"
১৩৬ বার পড়া হয়েছে