সর্বশেষ

আন্তর্জাতিক

ফিলিস্তিনি শিশুদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার পরামর্শ ইসরাইলি রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট।

তিনি দাবি করেছেন, গাজার শিশুরা ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ বহন করে। তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।

সম্প্রতি ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। বৈঠকে গোপনে ধারণ করা একটি ভিডিও ফাঁস হওয়ার পর বিষয়টি সামনে আসে।

মঙ্গলবার (২৫ মার্চ) মিডল ইস্ট মনিটর তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। মিডল ইস্ট আই-এর বরাতে জানা গেছে, ভিডিওটি গত ১৮ মার্চ রেকর্ড করা হয়। এর আগে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল।

ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত রোয়েট বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে তুচ্ছ করে বলেন, ‘ইসরাইল শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে না।’

তবে ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলা শুরুর পর থেকে সাড়ে ১৪ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। বর্তমানে এ সংখ্যা ১৫,৬১৩ জনে পৌঁছেছে।

ভিডিও ফাঁসকারী একজন অজ্ঞাত কর্মীর উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আই জানায়, রাষ্ট্রদূতের বক্তব্যে বৈঠকে উপস্থিত কারও আপত্তি ছিল না। ফাঁসকারী বলেন, ‘যখন সমাধান হিসেবে কেউ যুদ্ধাপরাধের পরামর্শ দেয়, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর।’

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন