সর্বশেষ

জাতীয়

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ ২৬ মার্চ (বুধবার), বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ ভোরে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানিয়ে বলেন, স্বাধীনতার অর্জনকে টেকসই করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

এ দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। স্মৃতির মিনার ফুলে ফুলে ভরে উঠেছে, যা বাঙালির গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ।

রাষ্ট্রীয়ভাবে দিনটি উদ্‌যাপনের জন্য নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন আয়োজনে গৌরবময় এ দিনটি উদ্‌যাপন করছে।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ‘স্বাধীনতার স্বপ্ন পূরণে গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।’

অন্যদিকে, প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে দেশে ও প্রবাসে থাকা সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

আজকের দিনটি মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন করে দেশ গড়ার প্রত্যয়ে সকলের মনে জাগরিত করছে অনুপ্রেরণা।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন