জাতীয়
ঈদ যাত্রায় ভাড়া বাড়িয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেলে রুট পারমিট বাতিলের পাশাপাশি গ্রেফতার করতেও ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।
ভাড়া বাড়ালেই রুট পারমিট বাতিলের পাশাপাশি গ্রেফতার: সড়ক উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈদ যাত্রায় ভাড়া বাড়িয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেলে রুট পারমিট বাতিলের পাশাপাশি গ্রেফতার করতেও ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৫ মার্চ) সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদে বাড়ি ফেরার সময় যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। মহাসড়কে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট মোকাবেলায় সেনাবাহিনীও সক্রিয় থাকবে।
এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, রাজধানীর টার্মিনালগুলোর আগে কোনো বাস যাতে দাঁড়াতে না পারে, সে জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যাত্রী ওঠা নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরিদর্শনের সময় টার্মিনালের সিসি ক্যামেরার কার্যক্রমও পর্যবেক্ষণ করেন উভয় উপদেষ্টা।
১৩৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর