সর্বশেষ

জাতীয়

আবাসিক হোটেল ও বস্তিতে অভিযান বৃদ্ধি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশের উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অষ্টম সভা শেষ করে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, 'আসন্ন স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো, টহল জোরদার করা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে। ঈদে ঢাকার বিভিন্ন প্রবেশ পথে চেকপোস্ট স্থাপন করা হবে এবং আবাসিক হোটেল ও বস্তিতে অভিযান চলবে।'

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কন্ট্রোল রুম স্থাপন করেছে। সকলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের সঙ্গে সংযুক্ত থাকবে।

ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত টোল আদায় কার্যক্রমে ব্যবস্থা নেবে। নির্মাণ সামগ্রী বহনকারী যানবাহন এবং দীর্ঘ যানবাহন ঈদের পূর্বের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে চলাচল করতে নিষিদ্ধ করা হবে।

যাত্রী সুবিধার জন্য সড়ক, নৌপথ ও রেলপথে অতিরিক্ত যাত্রী পরিবহনকে রোধ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণের কথা বলেন তিনি।

গার্মেন্টস এবং শিল্পের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতে হবে, এমন ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতনের বিষয়েও সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে এবং এসব ঘটনার বিচার দ্রুত এবং যথাযথভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় আলোচনা হয়।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন