জাতীয়

বেতন পরিশোধ না করে বিদেশ যেতে পারবেন না ১২ কারখানার মালিক 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকার নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন এবং বোনাস পরিশোধ না করায় ১২টি কারখানার মালিককে বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এসব মালিক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশে যেতে পারবেন না।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনকে এ বিষয়ে তথ্য প্রদান করা হয়েছে এবং আজ (মঙ্গলবার) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

তিনি আরো জানান, আগামী ২৭ মার্চের মধ্যে পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কথা বলা হয়েছিল। কিন্তু ১২টি কারখানা এই সময়ের মধ্যে তাদের বেতন-বোনাস পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে।

যারা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে পারছে না, তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এম সাখাওয়াত হোসেন বলেন, “শ্রম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত আছি।”

কোন সুনির্দিষ্ট কারখানার মালিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, কারখানাগুলোর নাম প্রকাশ করা সম্ভব নয়।

অন্য কারখানার ক্ষেত্রে যদি শ্রমিকেরা বেতন পরিশোধ না পায়, তাহলে কী ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “২৭ মার্চের মধ্যে সব কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এই সময়ের পরে যদি আরও কোনো প্রতিষ্ঠান বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন