সর্বশেষ

জাতীয়

দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী হিসেবে তার কার্যক্রম পরিচালনা করছে, এবং এ বিষয়ে সরকার ও জনগণ পুরোপুরি অবগত।

তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, তবে দেশে কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি।

সোমবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে এক বৈঠকে, সেনাপ্রধান এসব কথা বলেন, যেখানে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অনলাইনে যোগ দেন ঢাকার বাইরের সেনা কর্মকর্তারাও।

সূত্র মতে, সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য সম্পর্কে আলোচনা করেন। তিনি সেনাবাহিনীর সদস্যদের ধৈর্যসহকারে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন এবং বলেন, যে কোনো ধরনের উসকানির প্রতি প্রতিক্রিয়া জানানো যাবে না, যাতে গুজব ছড়ানোকারীদের লক্ষ্য সফল না হয়।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা ভুল তথ্য প্রচারিত হচ্ছে, তবে জনগণকে এসব বিষয় নিয়ে চিন্তা না করার আহ্বান জানান। সেনাবাহিনীর কাজই দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করা, এবং এ বিষয়ে সেনাবাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আগামী ঈদকে সামনে রেখে সেনাপ্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে হবে, এবং কোনো স্থানে পরিস্থিতির অবনতি হলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর প্রসঙ্গে সেনাপ্রধান উল্লেখ করেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন। তিনি ৫ আগস্টের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর কার্যক্রমেরও প্রশংসা করেছেন। কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতার জন্য রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারস সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে, সেনাবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।

জুলাই মাসের অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সম্প্রতি ঢাকার সেনানিবাসে আহত শিক্ষার্থীদের সম্মানে একটি ইফতার আয়োজন করেছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন