তামিমের জায়গায় ওপেনিংয়ে নেমে মিরাজের সেঞ্চুরি

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচে অংশগ্রহণ করতে বিকেএসপিতে গিয়েছিলেন তামিম ইকবাল, কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
ম্যাচের সময়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকরা তার হার্টে রিং স্থাপন করেন। তবে, সর্বশেষ খবর অনুযায়ী, তামিম জ্ঞান ফিরিয়ে নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের যে ম্যাচটি শাইনপুকুরের বিরুদ্ধে হচ্ছিল, সেখানে তামিমের অনুপস্থিতিতে ওপেনারে ব্যাট করতে নামেন মেহেদী মিরাজ। তিনি দুর্দান্ত একটি সেঞ্চুরি করে মোহামেডানকে ৭ উইকেটে জয় এনে দেন।
সোমবারের ওই ম্যাচে প্রথমে ব্যাট করা শাইনপুকুর দলের স্কোর ছিল ২২৩ রান, যেটি তারা এক বল বাকি থাকতেই অলআউট হয়। দলের অধিনায়ক রায়ান রাফসান ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। এছাড়া, বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার শরিফুল ইসলাম ৫৭ রান যোগ করেন।
জবাবে, মোহামেডান ৪২.২ ওভারে জয় নিশ্চিত করে। ওপেনিং জুটি হিসেবে মেহেদী মিরাজ ও রনি তালুকদার ১৬৪ রান সংগ্রহ করেন। রনি তালুকদার ৮৬ বলে ৬১ রান রান করেন এবং মিরাজ ৮৬ বলে ১০৩ রান নিয়ে দলকে জয় এনে দেন, তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।
মোহামেডানের পক্ষে স্পিনার তাইজুল ইসলাম ৯ ওভারে ৪৪ রান খরচায় ৩ উইকেট নেন। এ ছাড়া, মিরাজ ও নাসুম আহমেদ প্রতিটি ২টি করে উইকেট নিয়েছেন এবং সাইফউদ্দিনও ২ উইকেট লাভ করেন। ডিপিএলের অষ্টম রাউন্ড শেষে মোহামেডান পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
১৪০ বার পড়া হয়েছে