সর্বশেষ

সারাদেশ

শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় জমি নিয়ে বিরোধে ৬৫ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, কাদের মোড়ল, নিহত হয়েছেন।

গতকাল রোববার (২৩ মার্চ) সকাল বেলায় এই ঘটনা ঘটে। তিনি মৃত খতিব আলী মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মোড়লের ভাই মোশারফ মোড়ল, অহেদ মোড়ল ও রফিকুল মোড়লের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাইয়েরা ও ভাইপোরা কাদের মোড়লকে আক্রমণ করে, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে তাত্ক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কাদের মোড়লের ছেলে তৈবুর রহমান বলেন, "আমাদের একটি জমি ক্রয়ের কারণে চাচাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। তারা আমাদের বাবাকে মারধর করে গুরুতর আহত করেছে।" তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেন।

এদিকে, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্যা এই ঘটনার তথ্য জানিয়ে পুলিশ পাঠানোর কথা জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন