সর্বশেষ

খেলা

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চেক প্রতারণার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান।

আজ (সোমবার) আদালতের বেঞ্চ সহায়ক আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর পুলিশ আজ (২৪ মার্চ) আদালতে প্রতিবেদন পেশ করেছে। প্রতিবেদনে বলা হয়, আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তাই আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন।

বিষয়টির সাথে যুক্ত রিপোর্ট অনুসারে, সাকিব আল হাসান এবং তিনজন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান। আদালতে ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনকে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ১৯ জানুয়ারি দিনটিতে জামিনের আবেদন করা হলেও সাকিব ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আদালতে হাজির হননি।

বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়। মামলার অপর আসামি মালাইকার বেগমের মৃত্যুর খবর আদালতকে জানানো হয়। আদালত সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয়।

মামলাটি হচ্ছে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে করায় আসামি। ২০১৭ সালে এই কোম্পানি আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ নেয়, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে পারেনি। পরে ব্যাংকের পক্ষ থেকে নোটিশ ছাড়াও গত বছরের ৪ সেপ্টেম্বর ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেওয়ার পরও ব্যাংক হিসাবে টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যাত হয়। এরপর আইএফআইসি ব্যাংক আইনগত নোটিশ পাঠালে, তা স্বত্ত্বেও টাকা পরিশোধ না করায় ১৫ ডিসেম্বর সাকিবসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন