৩০ বছরের যুবকরা এখনো ভোট দেয়ার সুযোগ পায়নি: মুরাদ

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, বাংলাদেশের ৩০ বছরের যুবকরা এখনো ভোটের সুযোগ পায়নি।
তিনি আজ রোববার (২৩ মার্চ) বিকেলে শ্রীরামপুর বাজার মাঠে সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এই কথা বলেন।
এই অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, দেশের ৩০ বা ৩৫ বছর বয়সী যেকোনো যুবক এখনও জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেননি। তিনি বলেন, বিগত সরকারের শাসনকালে ২০১৪ সালের নির্বাচন ছিল পাতানো, যেখানে ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হন। ২০১৮ সালে আয়োজন করা হয় একনায়কতন্ত্র নির্বাচনের, যেখানে দিনের ভোট রাতে ডাকাতি করা হয়। এছাড়া ২০২৪ সালে আবারো একটি "ডামি মার্কা" নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সাধারণ জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখছে।
মুরাদ বলেন, যারা ৩০ বা ৩৫ বছর বয়সী, তারা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাননি। তাই বিএনপি জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের দাবিতে নির্বাচনের ভূমিকা রাখতে ইচ্ছুক।
তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে আন্দোলন করে আসছে। ৬৫ লাখ নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছেন এবং অনেকেই জীবন দিয়েছেন এই সংগ্রামে। তাই, নির্বাচন ও ভোটের অধিকার শুধু বিএনপির দাবি নয়, এটি সারাদেশের জনগণের দাবি। তিনি আরও বলেন, বিএনপি এবং দেশের জনগণ কোন ব্যক্তির বা রাষ্ট্রের ইশারায় নির্বাচন মেনে নেবে না।
এ সময় সুতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ এবং সুতিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন। অনুষ্ঠানটি সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
১৮৩ বার পড়া হয়েছে