'কোনো জাদুমন্ত্র নয়, সঠিক নেতৃত্বের নির্দেশনায় রমজানে বিদ্যুৎ নিশ্চিত সম্ভব হয়েছে'

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সঠিক, সৎ এবং দক্ষ নেতৃত্বের জন্যই এবার রমজান মাসে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ডেসকো বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান এবং পিপিপি'র সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি বলেছেন, ‘কোনো জাদুমন্ত্র নয়, শুধু সঠিক নেতৃত্বের সুনির্দিষ্ট নির্দেশনায় রমজান মাসে সারাদেশে শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
জনগণ পর্যায়ে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহকসেবার মানোন্নয়নেই ডেসকোর অগ্রাধিকার বলেও মন্তব্য করেছেন তিনি।
গতকাল রোববার (২৩ মার্চ) রাজধানীর মিরপুরে ডেসকোর স্ক্যাডা সেন্টারে অনুষ্ঠিত ডেসকো বোর্ডের ৫০০তম বোর্ড সভায় এসব কথা বলেন ডেসকো বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম।
এ সময় তাকে ফুল ও স্মারক ক্রেস্ট প্রদান করেন ডেসকোর দক্ষ ও মানবিক ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, ডেসকো বোর্ড পরিচালক ও অতিরিক্ত সচিব (অব.) এ. এইচ. এম জিয়াউল হক, ডেসকো বোর্ড পরিচালক ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমান, ডেসকো বোর্ড পরিচালক ও বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব তাহমিনা বেগম, ডেসকো বোর্ড পরিচালক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ, ডেসকো বোর্ড পরিচালক ও বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান, ডেসকো বোর্ড পরিচালক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, ডেসকো বোর্ড স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফারজানা শারমিন (পুতুল) প্রমুখ।
১৬৪ বার পড়া হয়েছে