রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের কেশবপুরে খ্রিষ্টান হোস্টেলে ধর্ষণ ও হত্যার শিকার হন রাজেরুং ত্রিপুরা। তার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দেশের অন্যান্য ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বান্দরবান প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম যৌথভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত এক বক্তা, ত্রিপুরা, বলেন, থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়ন থেকে স্বপ্ন নিয়ে রাজেরুং ত্রিপুরাকে পড়ালেখার জন্য কেশবপুরের হোস্টেলে পাঠান তার বাবা রমেশ ত্রিপুরা। কিন্তু সেখানে গিয়ে ১৪ মার্চ খ্রিষ্টান ধর্মীয় যাজক খ্রিস্টফার সরকার ও হোস্টেলের ম্যানেজার প্রদীপ সরকার তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে। তিনি তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজেরুং ত্রিপুরার বাবা রমেশ ত্রিপুরা জানান, মৃত্যুর পর হোস্টেলে গিয়ে তার সহপাঠীদের সঙ্গে দেখা করতে গেলে গেট বন্ধ করে দেওয়া হয়। পরে স্থানীয় ছাত্রদের সহায়তায় তিনজনকে উদ্ধার করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন লাব্রে ত্রিপুরা, বিজয় ত্রিপুরা, জেসিকা ত্রিপুরা, রাজেরুং ত্রিপুরার বাবা রমেশ ত্রিপুরাসহ অনেকে।
১৩৫ বার পড়া হয়েছে