সর্বশেষ

জাতীয়

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: ফারুকী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তিত হতে পারে। নতুন নামের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এবারের নববর্ষের শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে নতুন রং, গন্ধ ও সুরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। রোববার (২৩ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত একটি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ফারুকী।

ফারুকী বলেন, ‘এই বছর চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে, সেখানে নতুনত্ব দেখতে পাবেন। পরিবর্তনগুলো আপনারা নিজেদের চোখেই অনুভব করবেন। আমরা বিস্তারিত তথ্য এখন জানানোর পরিকল্পনা করছি না; এটি একটি সারপ্রাইজ হিসেবে রাখতে চাই।’

তিনি যোগ করেন, ‘এবারের শোভাযাত্রায় নতুন কিছু দেখবেন, নতুন গন্ধ এবং নতুন সুর পাবেন।’

মোস্তফা সরয়ার ফারুকী সাংবাদিকদের জানান, ‘शোভাযात्रার নতুন নাম সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভায় সিদ্ধান্ত হবে। এই শোভাযাত্রা শুরু হয়েছিল আনন্দ শোভাযাত্রা নাম দিয়ে এবং পরে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত হয়। নাম পরিবর্তন করার জন্য যদি সব পক্ষ একমত হয়, তবে পরিবর্তন হতে পারে; অন্যথায় তা বহাল থাকতে পারে।’

উপদেষ্টা আরো বলেন, ‘এবারের শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের নয়, বরং চাকমা, মারমা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর উদযাপন। তাই আমাদের একটি এমন নাম ঠিক করতে হবে যা সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে, যেন কেউ বাহিরে না পড়ে।’

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন