আউটসোর্সিং বাতিল করে রাজস্বকরণের দাবিতে পাবনায় মানববন্ধন

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ এবং আউটসোর্সিং বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পরে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।
রোববার (২৩ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকারদের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ৩ লাখ মসজিদে ৮০ হাজার আলেম ওলামা গত ৩৩ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। কিন্তু তারা সবসময় অবহেলিত, নির্যাতিত এবং বৈষম্যের শিকার। সাতবার প্রকল্প পাস হওয়ার পর অষ্টমবারের জন্য আশ্বস্ত করা হয়েছিল রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার বিষয়ে। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও তাদের কোনো বেতন বা বোনাস দেওয়া হয়নি। ঈদুল ফিতর আসন্ন, কিন্তু তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগীরা জানান, বর্তমানে যখন সারাবাংলা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, তখন প্রতিবছর ৮০ হাজার ওলামা বেতন না পাওয়ার কারণে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তারা অভিযোগ করেন, ৯২% মুসলমানের জন্য প্রকল্প পাস হচ্ছে না, অথচ ৮% হিন্দুর জন্য মন্দির ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম সহজেই পাস হয়েছে। তাই তাদের দাবি, প্রকল্পের আউটসোর্সিং বাতিল করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং অষ্টম পর্যায়ের প্রকল্পের দ্রুত অনুমোদন দিতে হবে। এছাড়া ঈদের আগেই তাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে এবং প্রত্যেক মাসে বেতন প্রদান করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেন তারা।
মানববন্ধনের সময় জেলা পরিষদের সামনে মানুষের সমর্থন নিয়ে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ ইকবাল হোসাইন, সেক্রেটারী আব্দুল গাফফার খান।
ইসলামিক ফাউন্ডেশনের পাবনার ফিল্ড অফিসার রজব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মাসুদুর রহমান, উজ্জ্বল হোসেন প্রমুখ।
মানববন্ধনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিটি পেশ করা হয়।
১৪০ বার পড়া হয়েছে