সর্বশেষ

সাহিত্য

বড্ড বেশিই ক্লান্ত

লাকি জাদু
লাকি জাদু

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ আমি বড্ড বেশিই ক্লান্ত।
মনের যে যত্নের লোভে আত্মবলিদান-
হুম বলিদানই বলা শ্রেয়,
যেজীবন হতে মুখ ফিরিয়ে নেয়া
তাতে লোভ হওয়া বলিদানই বৈকি।

এতো আগ্রহ, এতো ভালোবাসা অফুরন্ত
এই তো মাত্র সেই দিন, কত অনুনয়
কাছে আসার যে তাড়না, তাতেও বিনয়,
সারা দিতেই, খেয়াল করি খুব
চেনা রূপের অচেনা দিকে
মাস পেরোতেই ভালোবাসাটাও ফিকে।
দূরত্ব ঘোচানোর ব্যর্থ চেষ্টায়
একা আমি বড্ড বেশিই ক্লান্ত।

 

দূরত্ব যথেষ্ট নয় বলেই হয়তো আজ
দুজনার মাঝে যোগ হলো নিরবতা।

 

রোজ ভেজা বালিশে মুখ লুকিয়ে
যে শান্তির ঘুমের অভিনয়
তাতেও পারদর্শী নই, অভিনয়েও-
আজ আমি বড্ড বেশি ক্লান্ত।

 

মনের টানে সব কিছুর তোয়াক্কা না করে
যে মায়া যে ছায়া ঢেলে দেয়া
সে মনকে খুঁজে ফিরি দূর অজানায়।

 

খুঁজতে খুঁজতে আবার ক্লান্ত,
আরো উজার করে ভালোবেসে
নিজেকে নিখুঁত প্রমান করতে
দিন রাত চেষ্টা একাকার-
সত্যিই আজ ব্ড্ড বেশিই ক্লান্ত।

 

আমার সাথে কি অন্যায় হচ্ছে
না অবিচার? না এটাই আমার নিয়তি।
এই ভাবনায় কুল-কিনারাহীন, এলোমেলো,
আজ সত্যিই আমি বড্ড বেশিই ক্লান্ত।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন