সর্বশেষ

জাতীয়

৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদের পর আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটির ঘোষণা করেছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাহী আদেশের মাধ্যমে এ ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলের ছুটি বিষয়ক প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। এর ফলে ঈদ উদযাপনের জন্য সরকারি চাকরিজীবীদের ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস-এর আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩৭ নম্বর ক্রমিকের লিপি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এছাড়া, জরুরি পরিষেবাগুলো যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ইত্যাদির জন্য যেসব কর্মী এবং যানবাহন নিয়োজিত থাকবে, তারা এই ছুটির আওতা থেকে বাদ পড়বে।

হাসপাতাল ও জরুরি সেবার সাথে যুক্ত চিকিৎসক ও কর্মীরা এবং চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে, জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

জরুরি কাজে নিয়োজিত অফিসগুলো, যেমন বাংলাদেশ ব্যাংক, তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালত সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্টও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

সরকার এবার ঘোষণা করেছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঈদ উপলক্ষে। এটি স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে একটানা ছুটি ভোগের সুযোগ করে দিচ্ছে।

এদিকে, ৩১ মার্চ চাঁদ দেখার উপর ভিত্তি করে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে, ফলে কর্তৃপক্ষ ২৯ মার্চ থেকে অগ্রিম ছুটির পরিকল্পনা করেছে। ঈদের ছুটি ২৮ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে, যেটি শবেকাদরের ছুটির দিনও। ফলে সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাবেন।

যারা ২৭ মার্চের ছুটির ব্যবস্থা সুনিশ্চিত করতে পারেন, তারা ১১ দিন ধরে ছুটি ভোগের সুযোগ পাবেন। জনস্বার্থ বিবেচনায় যেসব অফিসের কার্যক্রম নিজস্ব আইনে চলে, সেগুলো এই ছুটির আওতায় আসবে না, কিন্তু তারা সরকারিভাবে জরুরি সেবাসংশ্লিষ্ট হিসেবে ঘোষণা দিয়েছে।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন